Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার দুর্গাপ্রু ইউনিয়নে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে, ৭ লাখ টাকার মালামাল লুট ও ডাকাতদল কর্তৃক একজন আহত হবার ঘটনা ঘটে। গত সোমবার রাতে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের দুলা মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা শাহ আলম আহত হয়েছেন। ভুক্তভোগী শাহ আলম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ঘরের দরজা ভেঙে প্রথমে মুখোশধারী ৩ জন প্রবেশ করে। এরপরে আরো ৪ জন প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। ঘরের মধ্যে আলমিরার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি মোবাইল সেট, দুটি ল্যাপটপ, নগদ ২০ হাজার ও প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন অভিযোগ জানতে পেরে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথসহ পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সকল উদ্যোগ গ্রহণ করেছি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ