মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রেলওয়েতে চাকরির দাবিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সব ধরনের ট্রেন চলাচল অচল করে দিয়েছে বিক্ষোভকারীরা। বার্তা সংস্থার খবরে বলা হয়, বিক্ষোভকারীদের রেললাইন অবরোধের কারণে ৬০টি লোকাল ট্রেনের সিডিউল বাতিল ঘোষণা করা হয়। এর ফলে ২০ লাখেরও বেশি যাত্রী ভোগান্তির শিকার হয়েছে। মুম্বাই নগরীতে যাতায়াতের ক্ষেত্রে লোকাল ট্রেনগুলোই মুখ্য ভূমিকা পালন করে থাকে। বিক্ষোভকারীরা দিনের ব্যস্ততম সময়ে সকালের দিকে রেল লাইন নেটওয়ার্ক অবরোধ করে এই দাবিতে যে, শিক্ষানবিশি পরীক্ষা শেষেও ইন্ডিয়ান রেলওয়েতে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী শিক্ষানবিশদের সফল প্রশিক্ষণ শেষেই কেবল চূড়ান্ত নিয়োগ দেয়া হয়। তার আগে নয়। ইন্ডিয়ান রেলওয়ে গতমাসে রেলে প্রায় ৯০ হাজার নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছিলো। অপরদিকে বিনা অনুমতিতে ছুটি নেয়ার অপরাধে কর্তৃপক্ষ ১৩ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ভারতে প্রতিদিন ৯ হাজার রেল চলাচল করে থাকে। এতে প্রায় ২ কোটি ৩০ লাখ যাত্রী যাতায়াত করে থাকে। ভাড়া কম হওয়ায় ভারতীয়দের কাছে রেলে ভ্রমণ জনপ্রিয়তা পেয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।