Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্সিং নির্বাচনের ৭২ মনোনয়ন বিক্রি

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সবকিছু ঠিক থাকলে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রোববার মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে জানায়, গত দু’দিনে ২৪টি পদের বিপরীতে ৭২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খানের পক্ষ কিনেছে ৩১টি। বিপরীত পক্ষ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন গ্রæপ কিনেছে ৩২টি মনোনয়নপত্র। অন্যদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ কিনেছে ৯টি। আগামীকাল মনোনয়ন দাখিল, পরদিন বাছাই এবং ২৭ মার্চ মনোনয়ন প্রত্যাহারের দিন। পরদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ