Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ৩ স্তরের ভাতা পেল ৫ হাজার পরিবার

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য প্রতিনিয়ত ভাতা, বাস্তবায়নে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ স্তরের ভাতা পেয়েছেন ৫ হাজার পরিবার। গতকাল সকালে উপজেলা পরিষদ কার্যালয় এসব পরিবারের মাঝে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, এ সময় সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র হাজী শেখ কামাল হোসেন বক্তব্য রাখেন, বক্তব্যে হাজী শেখ কামাল হোসেন আরও কিছু বিধবা ও বয়স্ক ভাতার জন্য সরকারের কাছে দাবি জানান। এ অর্থ বছরে ৩ স্তরের মধ্যে ৩৭২৭টি বয়স্ক, ৬৪৩টি বিধবা ও ৬৫৩টি প্রতিবন্ধীদের মাঝে ভাতা প্রদান করা হয়। এর মধ্যে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৫টি ভাতা বিতরণ করে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়। এর আগে ৭২৬৭ বয়স্ক, ২৫৭৮ বিধবা ও ১৭২৩ জন প্রতিবন্ধিদের প্রতিনিয়ত ভাতা দেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাতা

৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ