Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী আরিফুর রহমান জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাছের চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাশেম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সাধারণ সম্পাদ সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ নেতা এড. আবুল খায়ের, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, ভ ম আফতাবুল ইসলাম, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক কাউসার হানিফ, নুরুল আমিন ও সোহাগ মাহমুদসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভবন

২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ