Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে মিয়ার বেটার বিকল্প নাই-চরাঞ্চলের তৃণমূল ভোটাররা

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নাজিম বকাউল, ফরিদপুর থেকে: আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে ফরিদপুর সদর-৩ আসনে প্রতিদ্বদ্বতা করবেন তিনি। আমরা চরাঞ্চলের সকলে মিলে মিয়ার বেটাকেই ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবো। উপরোক্ত কথাগুলো বললেন চরাঞ্চলের তৃণমূল ভোটাররা। সাম্প্রতিক চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের জাতীয় সংসদীয় আসন-৩ এর ১২টি ইউনিয়নে গণসংযোগ অব্যহত করেছেন। তৃণমূল ভোটাররা আরো জানান, যত ঝড় ঝামেলা মামলা মোকদ্দমা যতই কিছু করুক না কেন, মিয়ার বেটার কাছ থেকে আমাদের কেউ বিতারিত করতে পারবে না। আমরা মিয়ার বেটার আর্দশেই বড় হয়েছি। ২০০৯ সালের জাতীয় নির্বাচনে জামায়াতের গুটিবাজির চালে বিএনপির প্রার্থী হিসেবে ফরিদপুর সদর-৩ আসনে মনোনয়ন পাওয়া থেকে ব্যর্থ হন, তারপরও মিয়ার বেটা স্বতন্ত্র নির্বাচন করে ৭৮ হাজার ভোট পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ