বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। গতকাল সকালে নগরীর মালোপাড়া সংলগ্ন রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ সমাবেশ করে রাজশাহী মহানগর ও জেলা যুবদল।
প্রথমে খালেদা জিয়ার মুক্তি দাবিতে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন স্লোগানে মিছিল বের করলে তা পুলিশি বাধায় পন্ড হয়। পরে সেখানেই পথ সমাবেশ করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানই সুমন, যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটুসহ রাজশাহী মহানগর ও জেলা যুবদলের সকল নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় এক মাসেরও বেশী কারাগারে আটক রেখেছে। আমাদের নেত্রীকে বাচাতে আমাদের আন্দোলন করতে হচ্ছে। সেই আন্দোলনে সরকারের নিজস্ব রাজনৈতিক বাহিনী পুলিশ বাধা দিচ্ছে। এই রাজশাহীতে ৪ টি থানা ভেঙে আরও ৮ টি থানা করা হয়েছে। এতে করে সরকার পুলিশের আয় সোর্স বাড়িয়ে দিয়েছে। এদের উৎপাত বেড়ে নগরী এখন পুলিশের নগরীতে পরিনত হয়েছে। কিন্তু এতে করে আমাদের আন্দোলনে বাধা সৃষ্টি হবে না। যতদিন না বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নি:শর্ত মুক্তি দেয়া হবে, পুলিশকে ভয় না পেয়ে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সমাবেশ থেকে বক্তারা, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নি:শর্ত মুক্তি দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।