Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়রুম বাংলাদেশে যাত্রা শুরু

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বৈশ্বিক মোবাইল অ্যাক্সেসরিস ব্র্যান্ড জয়রুম টেকনোলজি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। জয়রুম টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যান্ডি গত সোমবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। ব্লটুথ, স্পিকার, ডাটা ক্যাবল, পাওয়ার ব্যাংক, চার্জার, ইউএসবি পোর্ট, ছাতা, ম্যাসেজ পিলো, ব্যাকপ্যাক, মসকিউটো লাইট, স্টোরিও হেডফোন ও ব্লটুথ হেডফোনসহ জয়রোম টেকনোলজির বিশাল পণ্য সম্ভার ইতিমধ্যে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে। এখন তাদের নজর বাংলাদেশের উদীয়মান বাজারের দিকে। উদ্ধোধনী অনুষ্ঠানে ক্যান্ডি বলেন, বাংলাদেশের মানুষ নকল মোবাইল এক্সেসরিস ব্যবহার করে বেশ হতাশ। স্বল্পমূল্যে মানসম্মত স্মার্টফোন এক্সেসরিস সরবরাহের লক্ষ্যে আমরা বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি। জয়রুম টেকনোলজির যাত্রা শুরু মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ মোবাইল এক্সেসরিসের জন্য একটি অনুমোদিত নিবেদিত কোম্পানি পেতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের বার্ষিক বিক্রয় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারে পৌছেছে। বিশে^র ৫০টি দেশে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। জয়রুম ডিট্রিবিউটরের মাধ্যমে ইতিমধ্যে প্রায় সারাদেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিয়েছি। ধীরে ধীরে আমাদের ব্রান্ড শোরুমের সংখ্যা আরো বাড়ানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ