Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানীশংকৈলে কৃষকদের মধ্যে ধানবীজ ও সার বিতরণ

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২০১৮-১৯ অর্থবছরে খরিফ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উফশি আউশ ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির প্রণোদনা বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং আর্থিক সহায়তা করা হয়। গতকাল উপজেলা হলরুমে কৃষি অধিদফতরের উদ্যোগে ধানের বীজ ও সার কৃষকদের মধ্যে বিতরণকালে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা নবাগত নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, আ.লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয়দেব নাথ ও কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায় প্রমুখ। উপকারভোগী ৬৪০ জন কৃষকের মধ্যে ৫২৫ জনকে উফশি আউশ এবং ১১৫ জনকে নেরিকা আউশ ধানের বীজ সার ও অর্থ প্রদান করা হয়। প্রত্যেক প্রান্তিক কৃষককে পাঁচ কেজি করে ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপিসহ সেচ ও আগাছা দমন বাবদ এক হাজার টাকা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ