Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেশি করে অধ্যয়নের মাধ্যমে বাতিল আকীদা-বিশ্বাসের জবাব দিতে হবে - আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

সিলেটে তালামীযের বিভাগীয় তারবিয়াত মাহফিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর স্থায়ী কমিটির সদস্য আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে মানুষকে নসীহত করলে সেটি আগে নিজে গ্রহণ করতে হবে। সর্বাগ্রে রাসূল (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জেনে তাঁর জাহেরী ও বাতেনী আদর্শগুলো নিজ জীবনে প্রতিফলিত করতে হবে। না জেনে জানার ভান করা যাবে না। তিনি তালামীয কর্মীদেরকে বেশি করে অধ্যয়নের নির্দেশ দিয়ে বলেন, বর্তমান সময়ে লা-মাযহাবী, ওয়াহাবীরা মুসলমানদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা নবী-রাসূল, ওলী আউলিয়া এমনকি আল্লাহ সম্পর্কে ভুল বিশ্বাস প্রচার করছে। তারা সাহাবায়ে কিরামের সমালোচনা, তরীকা-তাসাউফের বিরোধিতা করে, ওলীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করছে। নিজেদের প্রয়োজনে তারা পূর্বসূরীদের কিতাবও পরিবর্তন করছে। এদের বিষয়ে আমাদের সচেতন হতে হবে। বেশি বেশি করে অধ্যয়নের মাধ্যমে এসকল বাতিল আকীদা-বিশ্বাসের জবাব দিতে হবে এবং সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা-আদর্শ প্রচারে আন্তরিক হয়ে ইলমে দ্বীনকে ব্যাপক ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সিলেটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট বিভাগীয় তারবিয়াত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তা’লীম-তারবিয়াত প্রদানকালে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা জ উ ম আব্দুল মুনঈম, আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা আজিজুর রহমান ও বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক মাওলানা নোমান আহমদ। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ কাওছার আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, হযরত শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ইউনুছ আহমদ, আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ, মুহাম্মদ মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, অর্থ সম্পাদক ওয়ালীউর রহমান সানী, কেন্দ্রীয় সদস্য মারজান আহমদ চৌধুরী, এনাম উদ্দিন আহমদ, তৌরিছ আলী, সৈয়দ শাহেদুল ইসলাম ও কামাল উদ্দীন প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ