বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষীপুর জেলা সংবাদদাতা : লক্ষীপুরের রামগতির চরগোসাই এলাকায় নদী ভাঙ্গান কবলিত গৃহহারা কয়েকটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য নোমান ও তার সহযোগিদের বিরুদ্ধে। এতে গৃহহারা ওই পরিবারগুলো পড়ছে চরম আতংকে। ভিটামাটি রক্ষার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করছেন কয়েকটি পরিবার। সকালে চরগোসাই এলাকায় নতুন করে নির্মিত বাড়ির সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিনসহ ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
এসময় তারা অভিযোগ করে বলেন, বারবার নদী ভাঙ্গনের শিকার হয়ে ১০টি পরিবারের শতাধিক সদস্য ভূমিহীন অবস্থায় মানবেতর জীবন-যাপন করে আসছে। সম্প্রতি বিভিন্ন এনজি ও দার-দেনা করে উপজেলার চরগোসাই মৌজায় ১ একর ২০ শতাংশ জমি মূল মালিক আবদুল মমিনগংদের কাছ থেকে ভূমিহীন নাছির উদ্দিনগংরা খরিদ করে। দীর্ঘ ৫০ বছর ধরে ওই জমি ভোগদখল ও সরকারী রাজস্ব দিয়ে আসছে তারা। এরপর ওই জমি আমাদের কছে বিক্রি করে দেয়। উক্ত জমিতে বাড়িঘর নির্মান কাজ শুরু করে। এতে স্থানীয় ইউপি সদস্য ও ভূমিদুস্য নোমান ও তারসহযোগীরা বসতবাড়ি নির্মানে বাধা দেয়। অথচ স্থানীয় প্রশাসন খাসজমি দাবী করে এবং কোন মামলা ছাড়াই ওই জমি থেকে উচ্ছেদের চেষ্টা করে। ওই সম্পত্তি খাস জমি দাবী করে দুইটি সাইনর্বোড ঝুলিয়ে দেয়। এতে করে ভূমিহীনদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উত্তেজনা। বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। যদি সরকারের খাস জমিও হয়, তাহলে ভূমিহীন হিসেবে উক্ত সম্পত্তি দেয়ার দাবী জানান তারা।
রামগতি উপজেলা সহাকারী কমিশনার(ভূমি) অজিত দেব জানান, ওই জমি কিনা-বেচা সঠিক হয়নি। উক্ত সম্পত্তি সরকারী খাস। তাই কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।