বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা, বগুড়া ব্যুরো : স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা দৈনিক বাংলাদেশ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বগুড়া - ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক আবাসিক প্রতিনিধি প্রবীণ রাজনীতিবিদ আমান উল্লাহ খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ( বৃহস্পতিবার ) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ১০ মার্চ অসুস্থ অবস্থায় আমান উল্লাহ খান শজিমেক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। তিনি কিডনি, হার্টসহ নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন। আমান উল্লাহ খান ১৯৩৮ সালে বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রত্যন্ত পল্লী জয়লাজুয়ান গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৩ ভাই ২ বোনের মধ্যে তিনি সকলের বড়। ১৯৬৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে তোফাজ্জল হোসেন মানিক মিয়া তাকে দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চলীয় ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে নিয়োগ দেন। সাংবাদিকতায় যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৭৮ সালে তিনি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সম্মেলনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন। ১৯৮২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।