Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজির নায়ক এমবাপে জুভেন্টাসের হিগুয়েইন

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দশ জনের দল নিয়েও জয় পেয়েছে পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে পরশু অঁজারকে ২-১ গোলে হারায় ফরাসি জায়ান্টরা। বিজয়ী দলের হয়ে দুটি গোলই করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ১৬তম মিনিটে মিডফিল্ডার থিয়াগো মোতা সরাসরি লাল কার্ড দেখলে ম্যাচের অধিকাংশ সময় একজন কম নিয়ে খেলতে হয় পিএসজিকে। শিরোপা পুনঃরুদ্ধার করতে বাকি ৮ ম্যাচে ১১ পয়েন্ট পেলেই চলবে কোচ উনাই এমিরিকে।
একই রাতে ঘরের মাঠে দশজনের আটলান্টাকে ২-০ গোলে হারায় জুভেন্টাস। মৌসুমের ২২তম গোলের মাধ্যমে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন গঞ্জালো হিগুয়েইন। ৭৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সফরকারী দলের জিয়ানরুসা মানচিনি। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন ব্রাইস মাইতুদি। লিগে ‘তুরিনের বুড়িদে’র এটি টানা ১২তম জয়।
রোমার কাছে হেরে শীর্ষস্থান হারানোর পর ইন্টার মিলাদের সঙ্গে গোলশূন্য ড্র করে নাপোলি। সেই সুযোগে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করে টানা ছয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাচ

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ