প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ হঠাৎ গাড়ি থেকে নেমে জাতীয় সংসদ ভবনের সামনে কিছু একটা কুড়াচ্ছেন। কালো চশমা, কালো টিশার্ট, নীল জিন্স এবং হাতে গ্লাভস পরে একটি ব্যাগ হাতে রিয়াজকে ময়লা কুড়াতে দেখে মনে হতেই পারে এটি কোনো চলচ্চিত্রের শুটিং। কিন্তু না, রিয়াজ নিজের হাতে সংসদ ভবনের সামনের ময়লা পরিষ্কার করার মাধ্যমে দর্শকদেরকে চ্যালেঞ্জ করেছেন। প্রত্যেককে নিজের জায়গা পরিষ্কারের ভিডিও করে #PBChallenge লিখে ফেসবুকে পোস্ট করে সেখানে আরো ৩ জন বন্ধু বা পরিচিত মানুষকে ট্যাগ করতে হবে এই চ্যালেঞ্জে অংশ নিতে- এই হলো পরিচ্ছন্ন বাংলাদেশ চ্যালেঞ্জ কার্যক্রমে অংশ নেয়ার নিয়ম। সমপ্রতি ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারপিক’ ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি এই অনলাইন চ্যালেঞ্জটির সূচনা করেন। রিয়াজকে নিজের হাতে রাস্তার পাশের ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখে অনেক সাধারণ মানুষ এসে তার সঙ্গে যোগ দেন। কেউ প্লাস্টিক বোতল, কেউ কাগজ, চিপসের খালি প্যাকেট, সিগারেটের প্যাকেট কুড়িয়ে পরিষ্কারের কাজ করছিলেন। রিয়াজ বলেন, দেশকে পরিষ্কার করছি। এই দেখুন, আমাদের জাতীয় সংসদ ভবন। এতো সুন্দর একটা জায়গা অথচ আশেপাশে খেয়াল করে দেখুন, আমরা নিজেরাই অপরিষ্কার করছি। চা/কফি খেয়ে গ্লাসগুলো ফেলে দিচ্ছি যত্রতত্র, চিপসের খালি প্যাকেট, সিগারেটের খালি প্যাকেট, ঝালমুড়ি খেয়ে কাগজ ফেলে দিচ্ছি যেখানে সেখানে। এতে করে কি হচ্ছে, আমাদের নিজেদের ঘর আমরা নিজেরাই নোংরা করছি। তিনি বলেন, আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে আমার এবং পরিচ্ছন্ন বাংলাদেশ- ক্যাম্পেইনের সঙ্গে যুক্তপুরো টিমের পরিশ্রম বৃথা যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।