রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. শওকত আলীর বিদায় ও নবাগত ব্যবস্থাপক মো. জিয়াউল হক জিয়ার যোগদান অনুষ্ঠান গত বুধবার সন্ধ্যা রাতে রূপালী ব্যাংক কর্যালয়ে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের উপ-মহাব্যবস্থাপক ফকরুল হাসানের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে অন্যান্যদের স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন তুহিন, রূপালী ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক আবুল বাসার, উপ-মহাব্যবস্থাপক মনির উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ বিভাগের রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা ব্যবস্থাপক, নান্দাইল রূপালী ব্যাংক শাখার অগনিত গ্রাহক, ব্যাংকের কমকতা-কমচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তরা ১০ ডিসেম্বর ২০১৪ সালে ব্যাংক শাখাটি প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপক মো. শওকত আলীর ব্যাংক পরিচালনায় ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটি ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম স্থানে রয়েছে বলে মহা- ব্যবস্থাপক আবুল বাসার অনুষ্ঠানে জানান। অনুষ্ঠানটির সাবিক ব্যবস্থাপনায় ছিলেন রূপালী ব্যাংক নান্দাইল শাখার সেকেন্ড অফিসার মো. শাহাদ বিন রাসেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।