Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসির চিত্র সাংবাদিক সুমনকে অমানবিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা। গতকাল সকাল ১০টায় দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) ব্যানারে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সুমন হাসানের উপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
সাংবাদিকরা বলেন এ ঘটনা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ না নেয়া হলে ভবিষ্যতে এসব পুলিশ সদস্যরা উৎসাহিত হবে। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম নবী দুলাল, চিত্র সাংবাদিক শাহিন, আরমান, সাব্বির ও প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ