Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১১৫ নম্বরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ২:০৩ পিএম

বিশ্বে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫ নম্বরে। তবে ভারতের চেয়ে উপরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ক্রমাগত ধনীয় হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ক্রমশ কম সুখী হয়ে উঠছে। জাতিসংঘের সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কসের (এসডিএসএন) করা ২০১৮ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এসব কথা বলা হয়েছে। বিশ্বের ১৫৬টি দেশের গড় জাতীয় প্রবৃদ্ধি, সামাজিক সামর্থ্য, স্বাস্থ্যগত জীবনকাল, সামাজিক স্বাধীনতা, মহত্ব ও দুর্নীতির অনুপস্থিতির মতো সূচকের ওপর ভিত্তি করে জরিপ চালিয়ে এই তালিকা করা হয়েছে।
এতে ১৫৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৩৩ নম্বরে। পাকিস্তানের চেয়েও তাদের অবস্থান অনেক নিচে। ওই সূচক বা তালিকা অনুসারে ভারতের চেয়ে পাকিস্তান অনেক সুখী দেশ। তালিকায় পাকিস্তানের অবস্থান ৭৫ নম্বরে। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থান ১১৬তম। কিন্তু ভয়াবহ ঠাণ্ডার দেশ ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ কেন? এমন প্রশ্নের জবাবে ফিনল্যান্ডবাসী বলেছেন তাদের রয়েছে প্রাকৃতিক সুরক্ষা, শিশুদের যত্ন নেয়া হয়, ভাল স্কুল আছে। আছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। দেশটিতে এমনি আরো অনেক সেবা রয়েছে, যার জন্য ফিনল্যান্ডবাসী সুখী। এ জন্যই যুক্তরাষ্ট্র থেকে ফিনল্যান্ডে চলে এসেছেন ব্রায়ানা ওয়েনস। তিনি এখন ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহৎ শহর এসপোতে শিক্ষকতা করেন। এই শহরের জনসংখ্যা মাত্র দুই লাখ ৮০ হাজার। এ সম্পর্কে ব্রায়ানা ওয়েনস বলেন, আমি অন্য মার্কিনীদের সঙ্গে কৌতুক করি। তাদেরকে বলি আমেরিকানরা যেসব স্বপ্ন নিয়ে আছেন আমি সেই স্বপ্ন খুঁজে পেয়েছি ফিনল্যান্ডে। আমার মনে হয় এই দেশটিতে যা কিছু রয়েছে তার সবটাই মানুষের সফলতার জন্য। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পরিবহন সর্বত্র একই অবস্থা। মানুষ যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য এই প্রচেষ্টা। উল্লেখ্য, গত বছর এই তালিকায় ৫ম দেশ ছিল ফিনল্যান্ড। আর নরওয়ে ছিল এক নম্বরে। কিন্তু এবার সেই নরওয়েকে নকআউট করে দিয়ে এক নম্বরে উঠে এসেছে ফিনল্যান্ড। এ বছর শীর্ষ ১০টি দেশ হলো ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়া। এবারের তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে ১৮তম অবস্থানে। গত বছর তারা ছিল ১৪ নম্বরে। ফলে সুখী দেশের তালিকায় চার পয়েন্ট অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের। আর ব্রিটেনের অবস্থান ১৯ নম্বরে। এর পরেই অর্থাৎ ২০ নম্বর অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ