Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ার মিরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ৩:৩০ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের শের আলী মালিথার ছেলে রুবেল মালিথা ওরফে প্রেম।
আজ বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৪ সালের ০২ মার্চ রাতে রুবেল মালিথা তার স্ত্রী কুমকুমিকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের বারান্দায় ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কুদ্দুস জামাই রুবেল মালিথাকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বুধবার বিচারক তার ফাঁসির আদেশ দেন। পরে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ