Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা রিজভীকে জাপার সমাবেশে আমন্ত্রণ

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি সিনিয়র যুগ্ম মহাসবিচ রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আপনি (রিজভী) বলেছেন, এরশাদের দল ছোট। তার সমাবেশে অল্পসংখ্যক লোক হবে। আমি বলতে চাই, আপনি আমাদের সমাবেশে আসুন, দেখে যান কতসংখ্যক লোক এরশাদের মহাসমাবেশে যোগে দয়। কাচের ঘরে বসে ঢিল মারবেন না। গতকাল মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির এক প্রতিনিধি সভায় বক্তব্যে রিজভীকে সমাবেশের আসার আহ্বান জানান তিনি। আগামী ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপি নেতাদের উদ্দেশে জাতীয় সংসদের গৃহপালিত বিরোধী দল জাপার এই মহাসচিব বলেন, ৯টি বছর আমাদের অবরুদ্ধ করে রেখেছিলেন। বাচালের মতো কথা বলবেন না। সাধারণ মাটি ও মানুষের সঙ্গে এরশাদের যে সম্পর্ক আছে তা বিএনপির নেই। জাতীয় পার্টি সব সময় সংবিধানের ধারাবাহিকতায় বিশ্বাস করে। দলের মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ছাড়াও কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু, প্রমূখ বক্তৃতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ