Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রীর আকস্মিক কাবুল সফর

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস গতকাল মঙ্গলবার আকস্মিক এক সফরে কাবুলে এসেছেন। কাবুল পৌঁছানোর পর তিনি আফগান সরকারের সাথে তালেবানের কতিপয় নেতার আলোচনা শুরু হতে যাচ্ছে এমন ঘোষণা দেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের সাথে শান্তি আলোচনা শুরুর একটি পরিকল্পনা প্রকাশ করার কয়েক সপ্তাহ পর সংঘাতপূর্ণ এ নগরীতে পৌঁছানোর পর ম্যাটিস এমন কথা বললেন।ম্যাট্টিস জানান, কতিপয় জঙ্গি নেতা শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। বিমানে ম্যাটিস সাংবাদিকদের বলেন, তালেবান জঙ্গি সংগঠনের পুরো অংশ আলোচনায় বসতে রাজি না হলেও এটি সুস্পষ্ট যে, সংগঠনটির কতিপয় নেতা
আফগান সরকারের সাথে আলোচনায় বসতে আগ্রহী। ঘানির শান্তি পরিকল্পনায় অবশেষে রাজনৈতিক দল হিসেবে তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে এ জঙ্গি গ্রæপ জানিয়েছে, তারা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রস্তুত, কাবুল সরকারের সাথে নয়। ম্যাট্টিস বলেন, এখন আমরা আফগানিস্তানকে
এগিয়ে নিতে চাই। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সফর

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ