মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয় কোনো নেতা হিসেবে মস্কো সফরে গেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। রোববার দুই দিনের সরকারি সফরে মস্কো পৌঁছান বিলওয়াল। ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ও বাণিজ্যমন্ত্রী সৈয়দ নাভিদ কামার ওয়াশিংটন সফর করবেন বলেও ইঙ্গিত দেওয়া হয়। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনরায় জোরদার করার প্রচেষ্টা হিসেবে এ সফর করা হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণেই মস্কো সফরে গেছেন বিলওয়াল। আজ সোমবার দুই পররাষ্ট্রমন্ত্রী একটি বৈঠকে অংশগ্রহণ করবেন।
এর আগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মস্কো সফরে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।