Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টির কবলে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বিকাল থেকেই কলম্বোয় ঝরছে বৃষ্টি, অঝোরে। কাভার দিয়ে ঢাকা কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আশা ছিল, নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর ম্যাচ শুরু করা যাবে। কিন্তু প্রায় এক ঘন্টা অপেক্ষা করেও সুখবর তো মিললই না, উল্টো বৃষ্টির গতিবেগ বাড়ল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারী ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার সেই ম্যাচটি মাঠে গড়ায়নি। এমনকি টসও হয়নি। উল্টো সময় গড়ানোর সাথে সাথে মাঠে এনেছে আরো ঢাকনা। সেই ঢাকনায় আস্তে আস্তে আবৃত হয়ে পড়ে প্রায় পুরো মাঠ!
চলমান নিদাহাস ট্রফি ২০১৮ আসরের চতুর্থ ম্যাচ ছিল এটি। আগের তিন ম্যাচের প্রত্যেকটিকে একটি করে জয় পায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত।
শেষ পর্যন্ত বৈরী আবহাওয় খেলা মাঠে না গড়ালে উভয় দলকেই এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। পয়েন্ট তালিকায় বর্তমানে তিনটি দলেরই একটি করে জয় থাকলেও, নেট রান রেটে নির্ধারিত হয়েছে দলের অবস্থান। ধনাত্মক নেট রান রেট নিয়ে তালিকার শীর্ষে স্বাগতিকরা (+০.২৯৭)। অন্যদিকে, লঙ্কানদের কাছে বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানো ভারত রয়েছে তালিকার দ্বিতীয়স্থানে (-০.০৪০)। আর রেকর্ড জয়ের পরও সবার নিচে বাংরাদেশের নেট রান রেট -০.২৩১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাচ

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ