বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী সংবাদদাতা : “তোমারও পরাণও যাহা চায়, আমি তায়ই গো” “তোমার হলো শুরু, আমার হলো সারা” “আজি এ বসন্তে, কত ফুল ফোটে” এমন সব কালজয়ী গান, কবিতা আবৃতি আর তবলার তালে তালে নৃত্যে মাতোয়ারা রবীন্দ্র প্রেমিদের মিলন মেলায় বিদায়ের শুরু বেঁজে উঠেছে। গতকাল আনুষ্ঠানিক ভাবে শেষ হলো রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৩৭তম জাতীয় আসরের। সকাল ৯টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনে অনুষ্ঠান মালা। এরপর সকাল ১১টায় শুরু হয় আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান, দুপুর ১২ অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলন। বিকেলে গুণীজন-সম্মাননা ও রবীন্দ্রপদক প্রদান করা হয়। গুণীজন-সম্মাননা ও রবীন্দ্রপদক প্রদান অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্বজিত ঘোষ। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি সন্জীদা খাতুনের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, যুগ্ন আহবায়ক আহসান রহিম মঞ্জিল, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।