বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: সবদলের অংশগ্রহণের জন্য নতুন কোনো উদ্যোগ নেয়া হবে না বলে সিইসির দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। গতকাল নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেছেন, সিইসির বক্তব্য ও আচরণে মনে হচ্ছে না তিনি অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে চান। সিইসির কাজই হলো সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন তাই করবে। কিন্তু তিনি একতরফা নির্বাচনের দিকেই হাটছেন। ৫ জানুয়ারির মতো নির্বাচন দিয়ে দেশের সম্পদ নষ্ট করার কোনো মানে হয় না।
নেতৃদ্বয় আরো ৭ মার্চের ভাষণকে জাতিসংঘ বিশ্বের অন্যতম প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেশের জন্য গর্বের বিষয়। তবে ওইদিন রাজপথের মিছিলে ছাত্রলীগের ছেলেরা যা দেখাল তা জাতি হিসেবে লজ্জা কর।
ট্রলার ডুবিতে ৭ জনের মৃত্যুতে শোক
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেন চরমোনাই মাহফিলে আসা ট্রলার ডুবে ৭ জনের মুসল্লির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং নিহতদের মাগফিলাত কামনা করে তাদের পরিবার পরিজনকে ছবর করার আহবান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।