Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতালোনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত নতুন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছে কাতালোনিয়ার পার্লামেন্ট। স্পেনের সর্বোচ্চ আদালতের দেয়া এক রায়ে বলা হয়েছে, সোমবারের পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে প্রার্থী জর্ডি সানচেজকে কারাগার থেকে মুক্তি দেয়া হবে না। আদালতের এ রায় ঘোষণার পরই কাতালোনিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করে। গত অক্টোবরে কাতালোনিয়ার বিতর্কিত গণভোট এবং একপক্ষীয়ভাবে স্বাধীনতা ঘোষণার পর সানচেজকে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাদন্ড দেয়া হয়। বর্তমানে তিনি শুনানির অপেক্ষায় রয়েছেন। কাতালান পার্লামেন্টের স্পিকার রজার টোরেন্ট স্থানীয় সময় শুক্রবার দিন শেষে জানান, বিচ্ছিন্নতাবাদী দলগুলো ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে স্পেনের সর্বোচ্চ আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে। এ কারণেই পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হলো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ