বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর শহরে থানা থেকে প্রায় কোয়াটার মাইল পূর্ব পাশে এক ব্যবসায়ীর বাড়ী ডাকাতি হয়েছে। ১০ মার্চ গভীর রাতে উপজেলার চাঁদনী এলাকায় রেশম অফিস সংলগ্ন ব্যবসায়ী দবিরুল ইসলামের বাড়ীতে ডাকাতি করে সোনার চেনসহ প্রায় ৩লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এসময় দবিরুল ইসলাম তাদের বাধা দিলে তাকে এবং তার এক কর্মচারীকে বেধড়ক মারপিট করে। এসময় আশপাশের লোকজন ঘটনা স্থলে উপস্থিত হলে ডাকাত দল ককটেল ফুটিয়ে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে পালিয়ে যায়।
দবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গভীর রাতে একদল ডাকাত তার বাসায় প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এসময় তাদের বাধা দিলে তাকে বেধড়ক মারপিট করে। বর্তমানে আহত অবস্থায় কর্মচারী রেজাউল করিমকে (৩০) দিনাজপুর হাসপাতালে ভর্তি করা হয়। ব্যবসায়ী দবিরুল ইসলাম (৫০) তিনি বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। (তদন্ত) ওসি সালাউদ্দীন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ডাকাত দলটি স্থানীয় হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত আসামী ধরতে সক্ষম হয়নি থানা পুলিশের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।