নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এশিয়ান গেমস হকির বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে হারাতে পারলেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। আর এটা নিশ্চিত করতেই আজ টার্ফে নামছে লাল-সবুজরা। ওমানের মাস্কট সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে বড় জয়ের আশা করছে জিমি বাহিনী। তাদের এ প্রত্যাশার প্রেরণা ওমানে পৌছে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ম্যাচে কাজাখস্তানকে ৫-০ গোলে হারানো এবং টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানের জয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওযার লক্ষ্য নিয়েই ওমান গেছে বাংলাদেশ। লক্ষ্যপূরণে বড় জয় দিয়েই মিশন শুরু করেছে তারা। শুক্ররাব ‘এ’ পুলের প্রথম ম্যাচে ৫-০ গোলে থাইল্যান্ডকে উড়িয়ে দেয় লাল-সবুজরা। একটি করে গোল করেন সারোয়ার হোসেন, হাসান যুবায়ের নিলয়, মিলন হোসেন, রোমান সরকার এবং মামুনুর রহমান চয়ন। তবে জিমি বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে হংকং। যারা বাংলাদেশের বড় জয়ের দিন আফগানিস্তানকে ১৯-১ গোলে বিধ্বস্ত করেছে। সেই হংকং বাধা টপকাতে বদ্ধপরিকর কোচ মাহবুব হারুনের শিষ্যরা।
এর আগে বাংলাদেশ ১৩ বার হংকংয়ের মুখোমুখি হয়। যার মধ্যে লাল-সবুজরা জয় পায় ৮ ম্যাচে। বাকি পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার ও এক ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। যে কারনে গতকাল অলস সময় না কাটিয়ে জিমিবাহিনী হোটেলের সামনেই শারিরিক অনুশীলন করে। খেলোয়াড়দের মোটিভেট করেন কোচ মাহবুব হারুন, ম্যানেজার টুটুল কুমার নাগ। সহকারি ম্যানেজার খাজা তাহের মুন্না জানান, ‘আমরা প্রতিপক্ষ সকলকেই সিরিয়াসভাবে নিচ্ছি। থাইল্যান্ডকে হারানোর পর হংকংকেও বড় ব্যাবধানে হারানোর পরিকল্পনা রয়েছে আমাদের। খেলোয়াড়রা টাইট ডিসিপ্লিনের মধ্যে রয়েছে। সবাই চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে।
জয়ের প্রত্যাশা ব্যাক্ত করেছেন গোলরক্ষক অসীম গোপ ও ডিফেন্ডার আশরাফুল ইসলাম। তবে কোচ মাহবুব হারুন হংকংয়ের বিপক্ষে প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ ম্যাচের আভাস দিয়েছেন। বাংলাদেশের মতো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে হংকং। প্রথম ম্যাচে র্যাংকিংহীন আফগানিস্তানকে ১৯-০ গোলে উড়িয়ে শুরু করেছে সাঙ কিং, ফেলিক্সরা। বাংলাদেশের বিপক্ষে তাই ফিল্ডে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে দলটি। তবে শক্তি সামর্থ্য, র্যাংকিং, অভিজ্ঞতা সব থেকে হংকংয়ের চেয়ে এগিয়ে বাংলাদেশ। হংকংয়ের র্যাংকিং যেখানে ৪৫, সেখানে বাংলাদেশের ৩০। তবে র্যাংকিং নিয়ে ভাবছেন না বাংলাদেশের কোচ, ‘হংকং খুব শক্তিশালী দল। অংশ নেয়া দলগুলির মাঝে মনে হয়েছে হংকং বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। তাছাড়া প্রথম ম্যাচেই দলটি ১৯-০ গোলের বড় জয় পেয়েছে।’
এই দলে পিসি স্পেশালিস্ট সাঙ কিং কান, হো চিং এবং ফেলিক্সিরের মতো খেলোয়াড় রয়েছে। এর মধ্যে সাঙ ৪ গোল দিয়ে রয়েছে গোলদাতাদের তালিকায় শীর্ষে। হো চিং ও ফেলিক্স গোল করেছেন ৩টি করে। তাই এই তিনজনের ওপর যে বাড়তি নজর থাকবে হারুন শিষ্যদের সেটা মুখে না বললেও অনুমেয়। জয়ের আশা নিয়ে গোলরক্ষক অসীম গোপ বলেন, ‘থাইল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলে বড় জয় পেয়েছি। হংকংয়ের বিপক্ষেও ভালো খেলতে চাই।’ আশরাফুলের কথায়, ‘থাইল্যান্ডের বিপক্ষে আমরা অনেকগুলো পিসি পেয়েছি। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারেনি। হংকংয়ের বিপক্ষে এই ভুল করতে চাই না।’
প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে পিসি থেকে এসেছে মাত্র একটি গোল। বাকি চারটি ফিল্ড গোল। চার অর্ধেই গোল পেয়েছে জিমিরা। প্রথম গোলটি এসেছে সারোয়ার হোসেনের স্টিক থেকে। বাকি চারটি গোল করেছেন হাসান যুবায়ের নিলয়, মিলন হোসেন, রোমান সরকার এবং মামুনুর রহমান চয়ন।
এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ‘এ’ পুলে রয়েছে- বাংলাদেশ, হংকং, থাইল্যান্ড ও আফগানিস্তান। ‘বি’ পুলের দলগলো হলো- স্বাগতিক ওমান, শ্রীলংকা, চায়নিজ তাইপে ও কাজাখস্তান। দুই গ্রæপের আট দল থেকে পাঁচটি যাবে এশিয়ান গেমস হকির চুড়ান্ত পর্বে। এদের সঙ্গে থাকছে আগে থেকেই চ‚ড়ান্ত পর্বের জন্য নির্ধারিত হওয়া দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়া। এই ১২ দল নিয়ে আগামী সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির চুড়ান্ত প্রতিযোগিতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।