Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান গেমসে খেলার আশায় বেসবল দল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

এ বছরের মাঝামাঝিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের বেসবল। আগামী জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ওয়েস্ট এশিয়ান (পশ্চিম এশিয়) বেসবল চ্যাম্পিয়নশিপে খেলবে লাল-সবুজের দল। সেখানে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হলেই মিলবে ২০২২ চীনের হ্যাংঝুতে এশিয়ান গেমসে খেলার টিকিট। ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দল গঠন করা হবে জাতীয় পুরুষ বেসবল টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের নিয়ে। ২০ ফেব্রæয়ারি শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ। এ আসর থেকে খেলোয়াড় বাছাই করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান বাংলাদেশ বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ‘২৪তম ফেডারেশন হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগে বিদেশে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেললেও এখন আন্তর্জাতিক আসরে আমাদের খেলা বাধ্যতামূলক। ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরাক, ইরান ও আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেবে। এই টুর্নামেন্টে পাকিস্তান ও শ্রীলঙ্কাই আমাদের বড় প্রতিদ্বন্দ্বি। তাদেরকে হারাতে পারলেই মিলবে এশিয়ান গেমসের টিকিট।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান গেমসে খেলার আশায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ