Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নজিবর রহমান একাডেমির নিয়মিত মাসিক সভা

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য র একাডেমির নিয়মিত মাসিক সভা ২৬ মার্চ ২০১৬ শনিবার বনানীর একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন একাডেমির সহ-সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আব্দুল হান্নান। আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক যুগ্ম সচিব মোঃ আব্দুল খালেক, একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম হাসনাইন (নজিবর রহমানের নাতি), যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলিল শামিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিপুল, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোঃ জসিম উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ আবু তাহের এবং দফতর সম্পাদক মোঃ সুলতান মাহমুদ প্রমুখ। সভাপতির ভাষণে অধ্যাপক মতিউর রহমান বলেন, অমর কথাসাহিত্যিক নজিবুর রহমান আমাদের ঐতিহ্য ও মূল্যবোধের ধারক-বাহক। তার লেখায় ইসলামের মাহাত্ম্য, মুসলিম সমাজ চিত্র, মুসলিম সংস্কৃতি ও জীবনালেখ্য ফুটে উঠেছে। তার লেখা ‘আনোয়ারা’ উপন্যাস এক সময় অবিভক্ত বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বাঙালি মুসলিম লেখকদের মধ্যে নজিবর রহমান বাংলা উপন্যাস ও ছোট গল্পে পথিকৃতের ভূমিকা পালন করেন। বিশেষ অতিথি আব্দুল হান্নান বলেন, নজিবর রহমানের প্রদর্শিত পথ ধরেই বর্তমান প্রজন্মের লেখকদের অগ্রসর হতে হবে। তিনি এক অসাধারণ প্রতিভাবান লেখক হিসেবে কালজয়ী অবদান রেখে গেছেন। অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ ও জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।                         - প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নজিবর রহমান একাডেমির নিয়মিত মাসিক সভা
আরও পড়ুন