Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তাল কাশ্মীরে আংশিক খুলেছে স্কুল-কলেজ

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীরে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করা স্কুল-কলেজের কার্যক্রম আবারও শুরু হতে যাছে। কাশ্মীরভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল শনিবার উত্তর ও মধ্যাঞ্চলীয় এলাকার স্কুল-কলেজগুলো খুলে যাছে। তবে দক্ষিণ কাশ্মীরের স্কুল-কলেজগুলো খুলবে সোমবার। ৩ মাসের শীতকালীন অবকাশের পর গত ৫ মার্চ কাশ্মীরের মাধ্যমিক স্কুলগুলো খোলার কথা ছিল। কিš ৪ মার্চ থেকে কাশ্মীরের পরিস্থিতি আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার পর আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের গোলাগুলি নিয়ে উত্তেজনা চলার মধ্যেই ৪ মার্চ রাতে সোপিয়ানে ভারতীয় সেনাবাহিনীর টহল ভ্যান আক্রান্ত হয় জঙ্গি হামলায়। সেনাকর্মীদের পাল্টা গুলিতে সেসময় এক জঙ্গি নিহত হয়। পুলিশ ঘটনা¯লের খানিকটা দূরে একটি গাড়ি থেকে তিন তরুণের লাশ উদ্ধার করে। কর্তৃপক্ষ তাদের হামলাকারীর সহযোগী দাবি করলেও ¯ানীয়দের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়,তারা ছিলেন নিরপরাধ সাধারণ মানুষ। পরে আরও একটি গাড়ি থেকে এক ‘নিরপরাধ’ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। প্রসঙ্গত, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক নিরপরাধ মানুষকে হত্যার পর তাদের জঙ্গি প্রমাণের চেষ্টার জোরালো অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীর পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। লোকজন বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। জারি করা হয় কারফিউ। স্কুল-কলেজ ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা দফতরের কর্তৃপক্ষকে উদ্ধৃত করে কাশ্মীর অবজারভারের প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে বন্ধ থাকার পর শনিবার থেকে উত্তর ও মধ্যাঞ্চলীয় কাশ্মীরের স্কুল-কলেজগুলো খুলে যাছে। তবে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান, অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা এলাকার স্কুল-কলেজগুলো এদিন বন্ধ থাকছে। কাশ্মীরের শিক্ষা দফতরের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কাশ্মীরের স্কুল-কলেজগুলো সোমবারের আগে খুলছে না। গ্রেটার কাশ্মীরের প্রতিবেদনে বলা হয়, শনিবার কাশ্মীরের বিভিন্ন জায়গায় শিশুদেরকে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কাশ্মীর রিডারের প্রতিবেদনে বলা হয়, শনিবার নির্ধারিত বোর্ড পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাশ্মীর ইউনিভার্সিটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি আরও জানায়, সেখানকার পরীক্ষাগুলোও শনিবার থেকে যথারীতি চলবে। এনডিটিভি, কাশ্মীর রিডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ