নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্বাধীনতা দিবস বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ধানমন্ডিস্থ বাস্কেটবল জিমন্যাশিয়ামে আসরের ফাইনালে তারা ৭০-৫৫ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা ঘরে তুলে। স্থান নির্ধারনী ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৩-৩৯ পয়েন্টে শাওনসকে হারিয়ে তৃতীয় হয়। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। এ সময় বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু ও সাধারণ সম্পাদক লে. কমান্ডার একে সরকার (অব.) উপস্থিত ছিলেন।
৫ বলে ওভার!
স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটকে আড়াই ঘন্টার মধ্যে শেষ করার ইচ্ছায় ওভারে ৫ বল করার প্রস্তাব ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) দিয়েছে দেশটির টেলিভিশন ব্রডকাস্টাররা। প্রস্তাবটি এমন, ‘২০২০ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে টি-২০ লিগে ৬ বলের পরিবর্তে ৫ বলের ওভার করা হবে। এমনকি, সময় বাঁচাতে পুরো ম্যাচে মাত্র একবার বোলিং প্রান্ত পরিবর্তনের নিয়ম করা যায়।’ টেলিভিশন ব্রডকাস্টারদের এমন এমন প্রস্তাবে চাপে পড়ে গিয়েছে ইসিবি। টিভি স্বত্ব থেকে পাওয়া বড় অঙ্কের আয় পেতে হলে এমন প্রস্তাব বিবেচনা করা শুরু করে দিয়েছে ইসিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।