Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাই উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে করনীয়,ইমাম-মুয়াজ্জিম কন্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্স ও কাপ্তাই উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন (বৃহস্পতিবার) বিকাল তিনটায় উপজেলা রেস্ট হাউজ সম্মেলন কক্ষে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল আলমের সভাপতিত্বে এবং ইফার ফিল্ড সুপারভাইজার আলী আহসান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্টিত হয়। ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন,কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বক্তব্য রাখেন সাংবাদিক কবির হোসেন,বড়ইছড়ি কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা আবু বক্কর ছিদ্দিক,ইফার কেয়ার টেকার মাওলানা সিরাজুল ইসলাম,আব্দুল ছালামসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন,ইমামরা হল সমাজের নেতা,আপনেরা ভাল কাজে আর্দেশ দিবেন এবং খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য সকলকে পরামর্শ দিবেন। তিনি বলেন,সমাজে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক এর ব্যাপারে ইমামরাই পারেন জনসচেতনতা সৃষ্টি করার জন্য। তাই সমাজের সকল ইমামকে এগিয়ে আসার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মেলন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ