Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মগবাজার ফ্লাইওভারে ছিনতাইয়ের শিকার নর্থসাউথের ২ শিক্ষার্থী

ছিনতাইকারীদের কাছে অসহায় সাধারণ মানুষ

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সাখাওয়াত হোসেন : রাজধানীর মগবাজার ও খিলগাও ফ্লাইওভারে রাতে বেলায় ছিনতাইকারীদের কাছে অসহায় সাধারন মানুষ। রাত বাড়ার সাথে সাথেই বেড়ে যায় ছিনতাইকারীদের দ্রেীরাত্ব। গত এক মাসে ওই দু’টি ফ্লাইওভাবে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ভ’ক্তভোগিরা থানা পুলিশের কাছে অভিযোগ করতে নারাজ। সর্বশেষ গত মঙ্গলবার রাতে মগবাজার ফ্লাইওভারে চলন্ত সিএনজির চালক কর্তৃক ছিনতাইয়ের শিকার হয়েছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) দুই শিক্ষার্থী। তারা হলেন- বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জামিল বিন রহমান ও তার সহপাঠী মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী অদিতি ঘোষ। রাত ৮টার দিকে তেজগাঁওয়ের কাছে মগবাজার ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে একটি ডিএসএল ক্যামেরা এবং একটি আইফোন নিয়ে গেছে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার দৈনিক ইনকিলাবকে বলেন, ছিনতাইয়ের বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ফেলে আমরা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবো।
আহত জামিল বিন রহমান সাংবাদিকদের জানান, সিএনজি করে নর্থ-সাউথ থেকে বেইলি রোড আসছিলেন তারা। সিএনজি তেজগাঁও থেকে মগবাজার ফ্লাইওভারে ওঠে। এসময় ফ্লাইওভারে কোনো যানবাহন না থাকায় ফাঁকা পেয়ে চালক সিএনজি থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। দ্রæত সিএনজি থেকে তারা নেমে গেলে চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়। তবে সিএনজিতে তাদের একটি ব্যাগ রয়ে যায়। ব্যাগে একটি ডিএসএলআর ক্যামেরা ও একটি আইফোন সেভেন মোবাইল ছিল অভিযোগ করেন তারা। চলন্ত সিএনজি থেকে নামতে গেলে শিক্ষার্থী দু’জন সামান্য আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরো বলেন, এ সময়ে তারা সিএনজির পেছনে এবং সামনে কয়েকটি মোটরসাইকেল দেখতে পান। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে যুবক ছিল। তারা অস্ত্র বহন করছিল কিনা অন্ধকারে তা বোঝা যায়নি। তবে, এরা যে ছিনতাইকারী সিএনজি চালকের সহযোগী তা বুঝতে পেরে প্রাণের ভয়ে সিএনজি থেকে লাফিয়ে ফ্লাইওভারের রাস্তার ওপরে পড়ে আহত হন দুই শিক্ষার্থী।
রমনা থানার ওসি কাজী মাইনুল জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। অন্যদিকে গত ২০ ফের্রুয়ারী রাত ১১টার দিকে খিলগাও ফøাইওভারের উপর জনৈক মটরসাইকেল আরোহিকে ৩সশস্ত্র যুবক গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাকে মটরসাইকেল থেকে নেমে যেতে বললে তিনি কৌশলে দ্রæত চলে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, আয়তনের দিক থেকে রাজধানীর মগাবাজার-মৌচাক ফ্লাইওভার দেশের সবচেয়ে বড় ফ্লাইওভার। রাতের আঁধারে পুলিশ টহল না থাকার সুযোগে দুর্বৃত্তরা এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
জানা গেছে, নির্জন স্থান হিসেবে ফ্লাইওভারগুলোকেই বছে নিচ্ছে সন্ত্রাসীরা। বিভিন্ন ফ্লাইওভারের নিচে দিনে-দুপুরে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। আর এসব মাদক ক্রয়ের টাকা জোগাড় করতেই ফ্লাইওভার দিয়ে যাতায়াতকারী পথচারীদের টার্গেট করছে অপরাধীরা। দিনের বেলায় নগরীর ফ্লাইওভারগুলোতে পুলিশ পাহারা বা বেশি লোকজন চলাচল থাকলেও রাতের বেলায় ফ্লাইওভারগুলো নির্জন হয়ে পড়ে। এ সময় পুলিশ পাহারা দেখা যায় না। অনেক সময় ফ্লাইওভারগুলোতে বাতিও থাকে না। শাজাহানপুর এলাকায় হাবিবুর রহমান নামে একজন ব্যবসায়ী জানান, ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না কোনো শ্রেণী-পেশার মানুষই। সন্ধ্যার পর খিলগাঁও ফ্লাইওভারের ওপর দিয়ে অনেকেই যাতায়াত করার সাহস পান না। এসব অপরাধীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। গত সোমবার রাত ১২টার দিকে গিয়ে দেখা যায়, ফ্লাইওভারটির মধ্যভাগে ৪-৫ জন মাদকাসক্ত মজমা বসিয়ে আড্ডা দিচ্ছে। এফডিসি বরাবর নামা ফ্লাইওভারটির অংশে বসে আছে আরও কয়েকজন।

 

 



 

Show all comments
  • dr.harun ur rashid ৮ মার্চ, ২০১৮, ১০:৩৯ এএম says : 0
    Is there any police station near by means no body can escape from there they are the people do it.if you go attached road of uttara thana east you will see them.just you see just after azampur bridge just come down south come forward little bit left they will give you salam.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ