Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে হস্তক্ষেপকারীদের তুলে দেব না মার্কিনীদের হাতে : পুতিন

ম্যাখোঁ’র সাথে ফোনালাপে ২৪০১ বাস্তবায়নে গুরুত্বারোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপের দায়ে অভিযুক্ত ১৩ রুশ নাগরিককে কোনোদিনই ওয়াশিংটনের হাতে তুলে দেবে না তার দেশ। ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে বলে আমেরিকার একটি মহল অভিযোগ করছে। স¤প্রতি মার্কিন বিচার বিভাগের এক তদন্ত প্রতিবেদনেও এ দাবি করা হয়েছে। এনবিসি টিভি’কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়া তার নাগরিকদেরকে কারো কাছে হস্তান্তর করবে না। কখনো না। কস্মিনকালেও না। রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি বলে আবারো জানান রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, কথিত অভিযুক্ত ব্যক্তিরা যদি নিজেদের উদ্যোগেও কোনো কাজ করে থাকে তারপরও তাদেরকে হস্তান্তর করা হবে না। রাশিয়া ও আমেরিকার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তরের কোনো চুক্তি নেই। এ ছাড়া, রাশিয়ার সংবিধান অনুযায়ী দেশটির সরকার বাইরের কোনো দেশের কাছে নিজের নাগরিকদের হস্তান্তর করতে পারে না। মার্কিন বিচার বিভাগের বিশেষ আইনজীবী রবার্ট মুলার দীর্ঘদিন তদন্ত শেষে গতমাসে এক প্রতিবেদনে দাবি করেছিলেন, রাশিয়ার ১৩ ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতিয়ে দেয়ার লক্ষ্যে হস্তক্ষেপ করেছিল। রুশ প্রেসিডেন্ট পুতিন ওই অভিযোগের পক্ষে ‘শক্ত দলিল’ উপস্থাপন করার জন্য ওয়াশিংটনের প্রতি আহŸান জানিয়ে বলেন, প্রমাণ পেলে তা খতিয়ে দেখতে মস্কো প্রস্তুত রয়েছে। সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সিরিয়ায় সন্ত্রাস দমনে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার প্রেক্ষাপটে গত সোমবার তারা এই ফোনালাপ করেন। ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, ফোনালাপের সময় উভয় নেতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৪০১-এর জোর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। জাতিসংঘের ওই প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়া, সিরিয়ার পূর্ব ঘৌতা ও অন্যান্য অঞ্চলে মানবিক সাহায্য ও চিকিৎসা কর্মীদের প্রবেশের সুযোগ দেয়া। প্রেস সার্ভিস আরো জানায়, এ দুই প্রেসিডেন্ট সিরিয়া সংঘাত নিরসন প্রক্রিয়ায় সহায়তার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখার ব্যাপারে সম্মত হয়েছেন। তাস, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ