Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুতিন ও তোকায়েভ আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

কাজাখস্তানে চলমান সহিংসতা মোকাবেলা এবং দেশটিতে আইন-শৃংখলা পুনর্বহাল করার উপায় নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভ। সব জ্বালানির দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ার পর দেশটিতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এ পর্যন্ত অন্তত ১৮ পুলিশসহ বহু মানুষ মারা গেছে। শনিবার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, কাজাখস্তানের চলমান অস্থিরতা নিয়ে দুই নেতা টেলিফোনে দীর্ঘসময় ধরে আলোচনা করেন। কাজাকিস্তানের আইন শৃংখলা পুনর্বহালের বিষয় নিয়ে মূলত তারা মতবিনিময় করেন। টেলিফোন সংলাপে তোকায়েভ পুতিনকে দেশের বিস্তারিত পরিস্থিতি জানান। তিনি জানিয়েছেন ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসছে। কাজাখ পরিস্থিতি নিয়ে অব্যাহত যোগাযোগে থাকায় বিষয়ে দুই প্রেসিডেন্ট সম্মত হন এবং কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও’র নেতাদের সমন্বয়ে শিগগিরি একটি ভিডিও কনফারেন্স আয়োজনের বিষয়ে পুতিন ও কাজাখ প্রেসিডেন্ট একমত হন। কাজাখস্তানের চলমান অশান্ত পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে এই সামরিক জোটের সহযোগিতার জন্য তোকায়েভ পুতিনকে ধন্যবাদ জানান। কাজাখস্তানের পশ্চিমাঞ্চলীয় মানগিস্তাওয়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ওপর থেকে মূল্য নিয়ন্ত্রণ তুলে নিলে গ্যাসের দাম কয়েকদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে সেখানে রোববার থেকে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় এবং দেশের অন্যান্য অঞ্চলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। বুধবার প্রেসিডেন্ট তোকায়েভ দেশে দুই সপ্তাহের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন যার মধ্যে কারফিউ জারি করা হয় এবং সমাবেশ নিষিদ্ধ ও সব ধরনের আন্দোলন কর্মসূচির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ওইদিন শেষবেলায় মন্ত্রিসভা পদত্যাগ করে এবং প্রেসিডেন্ট তোকায়েভ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন। একই সঙ্গে তিনি এলপিজির দাম নিয়ন্ত্রণ এবং ডিজেল-পেট্রোলসহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ সমস্ত পণ্যের সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ দেন। আরটি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন ও তোকায়েভ আলোচনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ