Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসামরিক লোকদের সরাতে একমত পুতিন ও গুতেরেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গড়িয়েছে তৃতীয় মাসে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা সত্ত্বেও মঙ্গলবার রাশিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জাতিসংঘ প্রধানের বৈঠক হয়েছে। বৈঠকে মারিওপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের তরফে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস বৈঠক করেছেন মস্কোতে। বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন মারিউপোলে জাতিসংঘের ভূমিকায় ‘নীতিগতভাবে’ একমত পোষণ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। ইউক্রেনে রুশ সেনাদের অবরুদ্ধ করে রাখা মারিউপোল শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে কাজ করছে জাতিসংঘ ও রেডক্রস। দেশটির দক্ষিণাঞ্চলের শহরটিতে গত এক মাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছেন বহু মানুষ। জাতিসংঘের দেওয়া বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজেরিক বলেছেন, মানবিক বিষয়গুলো সমন্বয়ের জন্য জাতিসংঘের অফিস এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানেকে বলেন, মারিউপোলে কোনো সামরিক অভিযান চালানো হচ্ছে না এবং আজভস্টাল স্টিল প্ল্যান্টের লোকজনের ব্যাপারে কিয়েভকে দায়িত্ব নেওয়া উচিত। সোমবার ইউক্রেন জাতিসংঘ ও রেডক্রসকে আজভস্টাল থেকে বেসামরিক লোকজনকে সরানোর কাজে সহায়তার আহ্বান জানিয়েছিল। এদিকে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহসচিব। লোকজন সরানোর বিষয়টি নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস প্রস্তাব করেছেন, রাশিয়ার পক্ষ থেকে মানবাধিকার বিষয়ে একটি কন্টাক্ট গ্রুপ চালু করার। নিরাপদে লোকজনকে সরিয়ে নিতে এমনটা চায় জাতিসংঘ। মস্কোর তরফে দাবি করা হচ্ছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানো হয়েছে, তবে বেসামরিক লোকদের টার্গেট করার বিষয়টি প্রত্যাখান করে তারা। বরং মানবিক করিডোর দিয়ে লোকজন সরাতে ব্যর্থ হওয়ার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেসামরিক লোকদের সরাতে একমত পুতিন ও গুতেরেস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ