Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ৩:৩৮ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ। মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ইউনিটের সম্মিলিত উদ্যোগে অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রফেসর ড তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড.আব্দুল মালেক, প্রফেসর ড. আব্দুস শাহিদ মিয়া, প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. এ কে এম নূরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাঁধা প্রদান করলে অনুষ্ঠান প- হয়ে যায়।
পরে ইবি জিয়া পরিষদ সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রশাসনের এধরনের কাজকে তীব্র নিন্দা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের মত উদার গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোন লোকের স্বাধীন মত প্রকাশ করার অধিকার আছে। ভবিষ্যতে এ ধরনের শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা না দেওয়ার অনুরোধ করা যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ