Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে যুবদল-ছাত্রদল নেতার মধ্যে ছুরিকাঘাতে আহত ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও ছাত্রদল নেতা শিহাবের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এসময় একই ছুরিকাঘাতে জাহিদ ও শিহাব আহত হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার সময় কালুপুর এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- কালুপুর গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) ও একই গ্রামের মো. দুলু মুন্সির ছেলে শিহাব (২৬)। এরমধ্যে জাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও শিহাবকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইউসুফ আলী জানান, জাহিদকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। জাহিদের মাথার ডান দিকে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে উভয়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এছাড়া শিহাব পুরুষ বিভাগে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহীন শওকতের আস্থাভাজন যুবদল নেতা জাহিদ। অপরদিকে শিহাব দূলর্ভপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাত পৌনে ১২টার সময় কালুপুর এলাকার একটি আমবাগানে জাহিদ ও শিহাব মারামারির এক পর্যায়ে একই ছুরিকাঘাতে তারা দুজনই আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদ ও শিহাবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ