Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিথ্যা পরনিন্দা গীবত অত্যাচার ও বাতিল আকিদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে -মাওলান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

সিলেট জেলা আল ইসলাহ অভিষেক অনুষ্ঠান

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, আমরা শুধু মুখে সুন্নী দাবি করি, আমাদেরকে সর্বাগ্রে শরীয়তের পাবন্দ হতে হবে। শরীয়তের বাইরে আমরা কোন পীর মানি না। শরীয়তই আমাদের মূল সম্পদ। তিনি বলেন, সমাজে এখন নানা বিপর্যয় নেমে এসেছে। তার একটি হলো মিথ্যা চর্চার প্রতিযোগিতা। ইজতেমায়ীভাবে এখন মিথ্যার চর্চা চলছে। সত্যকে আমরা ফুটিয়ে তুলতে হবে। আর সত্যকে ফুটাতে হলে মিথ্যাকে আলাদা করতে হবে। তিনি বলেন বর্তমান কালের সবচেয়ে জঘন্যতম ফেতনা ও চরম প্রতারক কথিত আহলে হাদিস তথা লামাযহাবী ফেতনা। এরা খুব কৌশলে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে দিতে পারে। আর তাদের সবচেয়ে কৌশলী অস্ত্র হল মিথ্যাচার। তিনি বলেন লা-মাজাবীরা জাহান্নামী দল। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। মাজার পূজারি ও এসকল লা-মাযহাবীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং মিথ্যা, পরনিন্দা, গীবত, অত্যাচার ও সমূহ বাতিল আকিদার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। তিনি গতকাল সোমবার বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আল ইসলাহ’র কার্যালয়ে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট মহানগরীর সভাপতি আলহাজ¦ শাহজাহান মিয়া ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা শিব্বির আহমদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ছালেহ আহমদ, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আ. ফ. ম কামাল, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, মাওলানা খসরুজ্জামান, আজিজ আহমদ, মাওলানা আব্দুর রউফ ও মাওলানা মুজাহিদ উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মালিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ