রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলাসংবাদদাতা : সরকারের বিশেষ উদ্যোগের ব্র্যান্ডিং, বর্তমান সরকারের সফলতা অর্জন, উন্নয়ন ভাবনা ভিশন-২০২১ ও জনসম্পৃক্ততার লক্ষ্যে জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ হল রুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহের ব্র্যান্ডিং, বিভিন্ন সেক্টরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও জনসম্পৃক্ততার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন। এ ছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।
আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক ও গাজী টিভির আশুগঞ্জ প্রতিনিধি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের আশুগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম হাবিব, চ্যানেল নাইন ও বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি আল মামুন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও মাইটিভির আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক, সমকালের আশুগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ আনোয়ার হোসেন, আর টিভির জেলা প্রতিনিধি আইফাত ইসলাম, ফোকাস বাংলার জেলা প্রতিনিধি লোকমান হোসেন, মোহনা টিভির আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদ, চ্যানেল এস এর আশুগঞ্জ প্রতিনিধি বাবুল শিকদার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।