Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৮:১১ পিএম, ৫ মার্চ, ২০১৮

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জের নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বখাটেদের বিরুদ্ধে গতকাল সোমবার বেলা ১১টায় স্কুল অ্যান্ড কলেজ মাঠে মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের ছাত্রীরা। এসময় ছাত্রীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধন কর্মসূচিতে বখাটেদের বিচারের দাবি জানায় । মানববন্ধন কর্মসূচি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রী রুপালী ও তামান্না বাংলা ট্রিবিউনকে জানায়, গত ১ মার্চ তেঘরিয়া স্কুলমাঠে হ্যান্ডবল প্রতিযোগিতায় নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের দল জয়ী হয়। এসময় ক্রীড়া শিক্ষককে সাথে নিয়ে আমরা একটি ছবি তুলে ফেসবুকে দেই। এলাকার জাহাঙ্গীর ও জাবেরসহ কয়েকজন বখাটে তাদের ওই ছবি ফেসবুকে ফ্যাক আইডির মাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য লিখে পোস্ট করে। এতে তাদের সামাজিক মর্যাদা নষ্ট হয়। স্থানীয় ইউপি মেম্বর ময়ফল বেগম বলেন, ছাত্রীদের নিয়ে যারা ফেসবুকে অশালীন মন্তব্য করেছে, তাদের এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী বলেন, নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার পরিবেশ নষ্টের জন্য জাহাঙ্গীর দায়ী। ছাত্রীদের নিয়ে যারা ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের আমি শাস্তির দাবি করছি। নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাহাজ উদ্দিন বলেন, তিনি ছাত্রীদের মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ