Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গানের মানুষ অনুষ্ঠানে রথীন্দ্রনাথ রায়

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বিশিষ্ট সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায় আসছেন ‘গানের মানুষ’ অনুষ্ঠানে। তাঁর কন্ঠে শোনা যাবে জনপ্রিয় কিছু গান। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ৯ মার্চ, রাত ৮টায় এটিএন বাংলায়। রথীন্দ্রনাথ রায় একজন কন্ঠযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। জন্ম ১৯৪৯ সালে নীলফামারী জেলার সূবর্ণখুলী গ্রামে। তাঁর পিতা অন্যতম লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায়। রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের লোকসঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী। এছাড়া অনেক দেশাত্মবোধক গান গেয়ে সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। জনপ্রিয় বাংলা ছায়াছবি ‘সাত ভাই চম্পা’ ছবিতে তিনি প্রথম প্লেব্যাক করেন ১৯৬৬ সালে। মমতাজ আলী খানের কথা আর সুরে গানটি ছিল ‘কন্যা গো আমার ছয় মাসের সফর, বাণিজ্য করতে যাব আমি ফুলতলার শহর’। দ্বৈত এ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত মৌসুমী কবির। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘হায়রে কথায় বলে, গাছে বেল পাকিলে তাতে কাকের কী’, ‘ও কি ও কাজল ভ্রমরারে’, ‘বাওকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’, ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’, ‘খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে’, ‘সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে’, ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই’। গানের মানুষ অনুষ্ঠানে এসব গানই তিনি শ্রোতা-দর্শকদের জন্য গেয়েছেন। কন্ঠশিল্পী হাসান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ