Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জাফর ইকবাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ২:২৭ পিএম

সিএমএইচে চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা সাড়ে বারোটার দিকে তিনি সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে পৌঁছান। এসময় তিনি জাফর ইকবালের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সেখানে উপস্থিত একজন চিকিৎসক জানান, ড. জাফর ইকবাল এখন সুস্থ আছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত শনিবার বিকেলে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনপ্রিয় লেখক জাফর ইকবালকে ছুরিকাঘাত করে এক যুবক।
এরপর আহত জাফর ইকবালকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হয় এবং সিএমএইচে ভর্তি করা হয়।
ড. জাফর ইকবালের ওপর হামলা হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নিবিড়ভাবে তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ে নজর রেখেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাফর ইকবাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ