Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিজ্ঞাসাবাদের জন্য শাবি গার্ডকে তুলে নেয়ার অভিযোগ

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ৭:১৮ পিএম

প্রফেসর ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সিকিউরিটি গার্ডকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় মো. খালেকুজ্জামান নামে এক সিকিউরিটি গার্ডকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৩য় তলা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হতে পারে।’
ক্যাম্পাস সূত্রে জানা যায়, আটককৃত খালেকুজ্জামানের গ্রামের বাড়ি হামলাকারী ফয়জুলের এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে। তিনি একটি কোম্পানির অধীনে বিশ্ববিদ্যালয়ে চার বছর ধরে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ