Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের বাবা-মা ও মামা’র রিমান্ড মঞ্জুর

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সিলেট ব্যুরো: জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের বাবা-মা ও মামার রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে মহানগর ৩য় হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আদালত ফয়জুরের বাবা হাফিজ আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদে জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফয়জুলের মা মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে এ হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে আবেদন করেন। গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালে উপর হামলা চালায় ফয়জুল। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামী করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। হামলার পরপরই ঘটনাস্থলে গণপিটুনির পর পুলিশের কাছে তুলে দেয়া হয় হামলাকারী ফয়জুরকে। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন জালাবাদের কুমারগাঁওয়ের শেখেপাড়ায় ফয়জুরের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ফয়জুরের মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানকে আটক করা হয়ে। পরের দিন রাতে নগরীর মদিনামাকের্ট এলাকা থেকে ফয়জুরের বাবা-মাকে আটক করা হয়। প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে হামলার শিকার হন অধ্যাপক ড. জাফর ইকবাল। সন্ধ্যা ছয়টা ২৭ মিনিটে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচে নেয়া হয়। ৫ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। তাঁর সুস্থ হতো আরোও সময় লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ