Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো গান লিখলেন ড. জাফর ইকবাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

প্রথমবারের মতো গান লিখলেন বিশিষ্ট উপন্যাসিক, শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তার লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় গানটি লিখেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল। ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছে দশ শিশুশিল্পী। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। পরিচালক জুয়েল বলেন, স্যারকে আমি একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করি। স্যার আমার কথা শুনে হেসে বললেন, আমি কখনো গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যার গানটি লিখে দিয়েছেন। উল্লেখ্য, ইতোমধ্যে সিনেমাটির নির্মাণ স¤পন্ন হয়েছে। মার্চে এটি সেন্সরে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা। এতে অীভনয় করেছেন, সিয়াম, পরিমনী, আবু হুরায়রা তানভীর, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এছাড়াও অভিনয় করেছে এক ঝাঁক শিশুশিল্পী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান লিখলেন ড. জাফর ইকবাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ