Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফান্দাউক দরবারের বার্ষিক মাহফিল আগামী শুক্র ও শনিবার

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ফান্দাউক থেকে কে এম শামছুল হক আল মামুন : আগামী ৯ ও ১০ মার্চ বি-বাড়িয়া জেলাধীন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আব্দুর সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুর হক মাসুম আল ক্বাদরী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ) দ্বয়ের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে ফান্দাউক খেলার মাঠে দুই দিন ব্যাপী ফান্দাউকের সভা অনুষ্টিত হবে। উক্ত মাহফিলে সভাপতিত্ব ও তালীম ও তারবিয়াত প্রদান করবেন: ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ্ব শাহ সূফী মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল হোসাইনী। এ উপলক্ষে আগামী শুক্রবার বাদ জুমা মাজার জিয়ারত ফাতেহা শরীফ পাঠ, খতেম কোরআন, খতবে বোখারী, খতমে খাজেগান পাঠান্তে মাহফিলের কাজ শুরু হবে। ২য় দিন শনিবার তরিকতের তালীম প্রদান করবেন পীর ছাহেব। এছাড়া উভয় দিন উক্ত মাহফিলে দেশবরণ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হক্কানী পীর মাশায়েখ, ওলামা মূল্যবান ওয়াজ নসিহত করবেন। আগামী ১১ মার্চ রোববার বাদ ফজর পীর ছাহেব দেশের ঐক্য সমৃদ্বি মঙ্গল ও মুসলিম বিশ্বের কল্যাণ, শান্তি ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্তি ঘোষণা করবেন। উক্ত মহতি মাহফিলে হুজুর মুরিদান ভক্তবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানদের জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ ছওয়াব হাসিল করার জন্য দরবার শরীফের খাদেম সংবাদিক কে.এম শামছুল হক আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ