Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার অ্যাটলেটিকো পরীক্ষা

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দারুণ ব্যস্তময় একটা সপ্তাহ পার করতে যাচ্ছে বার্সেলোনা। যার শুরুটা হয়েছিল লা লিগায় জিরোনাকে ৬-১ গোলে উড়িয়ে। এরপর লাস পালমাসের মাঠে সেই অপ্রত্যাশিত ১-১ ড্র। কিন্তু আজ ন্যু ক্যাম্পে মেসি-সুয়ারেজদের জন্যে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। লা লিগার শীর্ষস্থানধারীদের নামতে হবে তাদের প্রধান প্রতিদ্বিদ্ব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
শেষ ম্যাচে বার্সার ড্র লিগ লড়াইয়ে নতুন মাত্রা যোগ করে। পয়েন্ট খোঁয়ানোয় অ্যাটলেটিকোর সঙ্গে শীর্ষে থাকা বার্সার ব্যবধান কমে দাঁড়ায় ৫ পয়েন্টে। আজকের ম্যাচের উপর তাই অনেক কিছুই নির্ভর করছে। জিতলেই যেমন এককভাবে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাবে বার্সেলোনা, তেমনি হারলেই সেটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে আর্নেস্তো ভালভার্দের দলের জন্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচের দল থেকে উনজুরির কারণে ছিটকে পড়েছেন বার্সা ডিফেন্ডার নেলসন সেমেদো।
চলতি ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে একমাত্র বার্সেলোনাই অপরাজিত দল। ওদিকে অ্যাটলেটিকোও সব প্রতিযোগিতা মিলে জিতেছে টানা আট ম্যাচ। শেষ দুই ম্যাচে তারা প্রতিপক্ষের জালে দিয়েছে ৯ গোল। এর মধ্যে ৭ গোলই আবার করেন দলের ফরাসি স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজম্যান। মেসি-সুয়ারেজদের জন্যে তাই কঠিন একটা দিন অপেক্ষা করছে বলা যেতেই পারে।
এছাড়া ডাগআউটে ভালভার্দে-সিমিওনের স্নায়ুযুদ্ধ তো আছেই তাদের আড়ালে দেখা যাবে আরো এক লড়াই। এই লড়াই দুই দলের দুই গোলকিপার মার্ক টের স্টেগেন ও জান ওবলাকের। ২৬ ম্যাচে ২ হাজার ৩৪০ মিনিট পোস্টের নিচে থেকে মাত্র ১১টি গোল খেয়েছেন স্লোভানিয়ান গোলকিপার ওবলাক, চলতি লিগ মৌসুমে যা সর্বনিম্ন। তার চেয়ে দুটি গোল বেশি হজম করে এই তালিকায় তার পরেই আছেন টের স্টেগেন। গোল সেভের দিক দিয়েও দুজনেই রযেছেন পাশাপাশি অবস্থানে- ওবলাকের সেভ ৭১টি, ৬৯টি টের স্টেগেনের।


আজ মুখোমুখি
বার্সেলোনা : অ্যাটলেটিকো মাদ্রিদ
ম্যাচ শুরু রাত ৯:১৫টায়

আজকের খেলা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
ব্রাদার্স ইউ.-খেলাঘর, ফতুল্লা
রূপগঞ্জ-শাইনপুকুর, মিরপুর
কলাবাগান-অগ্রণী ব্যাংক, বিকেএসপি ৩
প্রতিটা ম্যাচ শুরু সকাল ন’টায়

টিভিতে দেখুন
দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া, ১ম টেস্ট (৪র্থ দিন)
সরাসরি : সনি সিক্স, বেলা ২টা
পাকিস্তান সুপার লিগ
ইসলামাবাদ-করাচি
সরাসরি : টেন স্পোর্টস, রাত ১০টা
লা লিগা
লেভান্তে-এস্পানিওল, বিকাল ৫টা
বার্সেলোনা-অ্যাট. মাদ্রিদ, রাত সোয়া ৯টা
রিয়াল সোসিয়াদাদ-আলাভেস, রাত সাড়ে ১১টা
ভ্যালেন্সিয়া-রিয়াল বেটিস, রাত পৌনে ২টা
সরাসরি : সনি টেন ২
প্রিমিয়ার লিগ
ব্রইটন-আর্সেনাল, রাত সাড়ে ৭টা
ম্যান সিটি-চেলসি, রাত ১০টা
ক্রিস্টাল প্যালেস-ম্যানইউ, রাত ২টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট ১
সেরি আ
জেনোয়া-কালিয়ারি, সন্ধ্যা ৬টা
এসি মিলান-ইন্টার মিলান, রাত পৌনে ২টা
সরাসরি : সনি টেন ১
হিরো ইন্ডিয়ান সুপার লিগ
সরাসরি : স্টার স্পোর্টস ২, সন্ধ্যা ৬টা
এনবিএ রেগুলার সিজন
সরাসরি : সনি সিক্স, সকাল সাড়ে ৭টা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ