Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাফর ইকবাল শঙ্কামুক্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ৮:২৪ পিএম

ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (০৩ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে চিকিৎসক ডা. মাসুম সাংবাদিকদের জানান, জাফর ইকবালের নিওরোজিক্যাল কোনো সমস্যা হয়নি। কোনো ডিজঅর্ডার দেখছি না। তিনি শঙ্কামুক্ত। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে তার মাথার সিটি স্ক্যান করা হয়। মাথায় আঘাত পাওয়ার কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তার জন্য রক্ত সংগ্রহ করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবালকে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করে।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই বিভাগের একটি অনুষ্ঠান চলছিল। অধ্যাপক ড. জাফর ইকবাল ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন। তখনই ভিড়ের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে।

ঘটনার পর আহত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আনার পথে এবং হাসপাতালে আনার পরেও আহত ড. মুহম্মদ জাফর ইকবাল স্বাভাবিক কথাবার্তা বলছিলেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাফর ইকবাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ