Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় আ.লীগের সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় শহীদ মোস্তফা খেলার মাঠে জাতীয় পার্টির জনসভায় আ.লীগ ও সরকারের বিরুদ্ধে দেয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মঠবাড়িয়া আ.লীগ।
বুধবার মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় এমপি ডা. রুস্তম আলী ফরাজী বার বার দল বদল করায় জনগণ তাকে প্রত্যাক্ষান করেছে। তার ডিগবাজির কারণে এরশাদ ও তার মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে লোকসমাগম ঘটেনি। তাছাড়া শহীদ নূর হোসেনের জন্মভূমি হওয়ায় এরশাদকে সহজভাবে মঠবাড়িয়ার জনগণ মেনে নেয়নি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেলে জনসভায় উপস্থিতি কম হওয়ায় কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় এমপি ডা. ফরাজী জনসভায় আসা কর্মী-সমর্থকদের পথে পথে আ.লীগের বাঁধা, হুমকি ও মার ধরের যে অভিযোগ এনে জনসম্মুখে বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে তুচ্ছ তাচ্ছিল্ল করে বহুবার বক্তব্য উপস্থাপন করেছেন, যা আ’লীগের জন্য দুঃখজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মেলন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ